সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ফেঞ্চুগঞ্জে বিএনপির ছয় নেতা-নেত্রী বহিস্কার



দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করায় সিলেটর ফেঞ্চুগঞ্জ উপজেলার ৬ নেতা-নেত্রীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। রোববার (৩ মার্চ) সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে এ কথা জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সিলেট জেলা বিএনপির সদস্য ওয়াহিদুজ্জামান সুফী, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা মনির আলী নানু মিয়া, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি নেতা হারুন আহমদ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা জহিরুল ইসলাম মুরাদ, বিএনপি নেতা ও ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদল নেতা সাহেদ আহমদ, বিএনপি নেত্রী ও ফেঞ্চুগঞ্জ উপজেলা মহিলা দলের আহবায়ক ও সিলেট জেলা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক ফেরদৌসী ইকবাল।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ এ প্রতিনিধি কে জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারীদের তালিকা চাওয়া হয়েছিল আগেই। আমরা তালিকা প্রেরণ করলে রোববার বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক বেলাল আহমদ স্বাক্ষরিত এক পত্রে তাঁদের দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!