বালাগঞ্জের দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজের সিনিয়র শিক্ষিকা জেসমিন বেগম, প্রভাষক রওশন জাহান মিলা এবং জেসমিন বেগমের স্বামী স্কুল শিক্ষক আব্দুল হকসহ ৫ জন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে সিলেট শহর থেকে কলেজে আসার পথে দক্ষিণ সুরমার চণ্ডীপুল থেকে বদিকোনার মধ্যবর্তী এলাকায় তাঁদের বহনকারী অটোরিক্সা (সিএনজি) গাড়িকে অপর একটি ট্রাক/পিকআপ ধাক্কা দেয়। এতে তারা মারাত্মক আহত হয়েছেন।
আহত জেমসিন বেগম নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল, রওশন জাহান মিলা উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল এবং আব্দুল হক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।
দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজ গভর্ণিংবডির সভাপতি আফম শামীম, প্রধান শিক্ষক খলিলুর রহমান এ বিষয়ে সত্যতা নিশ্চিত বরেছেন।