শনিবার, ২৭ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচন : চেয়ারম্যান পদে মূল আলোচনায় নুরুল ইসলাম ও ওয়াহিদুজ্জামান ছুফি



সিলেটের ফেঞ্চুগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে ৭জন প্রার্থী থাকলেও সাধারণ ভোটারদের আলোচনার শীর্ষে রয়েছেন কাপ পিরিচ প্রতীক নিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম ও দোয়াত কলম প্রতীক নিয়ে বিএনপির বহিস্কৃত নেতা ওয়াহিদুজ্জামান ছুফি।

দীর্ঘ দশ বছর পর ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন হবে আগামী ১৮ই মার্চ। উপজেলার সর্বত্র এখন ছেয়ে গেছে পোস্টারে আর ব্যানারে।

নির্বাচনে প্রতীক বরাদ্দের পর থেকে প্রচার প্রচারণা ও ভোটারদের মন জয় করতে রাতদিন গণসংযোগে ব্যাস্ত সময় পার করছেন প্রার্থীরা। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৭জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৬জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিশেষ করে চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থীর মধ্যে এ পর্যন্ত মূল আলোচনায় রয়েছেন নুরুল ইসলাম ও ওয়াহিদুজ্জামান ছুফি।

নির্বাচনে বিএনপি না থাকলেও চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুই বিএনপি বহিস্কৃত নেতা প্রার্থী থাকায় অনেকটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন কাপ পিরিচ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম। এমনটাই মনে করছেন অনেকেই। এছাড়াও ফেঞ্চুগঞ্জের মৎস্যজীবী ও হিন্দু সম্প্রদায়ের সিংহভাগ ভোট পড়বে নুরুলের বাক্সে এমন গুঞ্জন ও আছে। তবে পিছিয়ে নেই ওয়াহিদুজ্জামান ছুফি, তিনিও প্রচার-প্রচারণায় ভোটারের মন জয়ে ব্যস্ত সময় পার করছেন। বিএনপি-জামায়াত জোটগত ঐক্য থাকায় জামায়াতের ভোট টানতে পারেন ওয়াহিদুজ্জামান ছুফি।

ফেঞ্চুগঞ্জের অন্যান্য চেয়ারম্যান প্রার্থীরা হলেন- শাহ মুজিবুর রহমান জকন (নৌকা), মাওলানা হারুনুর রশীদ (মোটরসাইকেল), হারুন আহমদ চৌধুরী (ঘোড়া), প্রবাসী মনির আলী নানু (ব্যাটারি), মাহতাব উদ্দিন (আনারস) প্রতিকে নির্বাচন করছেন। তবে জয়ের মালা কার গলে পরে তা দেখতে অপেক্ষা করতে হবে আর ও কয়েকদিন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!