বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

চশমা মার্কার সমর্থনে জনকল্যাণ বাজারে পথসভা অনুষ্ঠিত



আসন্ন বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চশমা মার্কায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, সিলেট জেলা যুবলীগ নেতা সামস্ উদ্দিন সামস্ শেষ পথসভায় বিজয়ী হওয়ার ব্যাপারে আশাবাদ প্রকাশ করেছেন। তাঁর নিজ এলাকা উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শেষ পথসভায় তিনি এ প্রত্যাশা ব্যক্ত করে বলেন, যুগে যুগে আমাদের ভাটি অঞ্চলের মানুষ বলে অপমান করা হয়। আগামী নির্বাচনে চমশা মার্কায় ভোট প্রদানের মাধ্যমে এর জবাব দিতে হবে। এসময় তিনি নির্বাচনে জয়লাভের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

গত শনিবার (১৬ মার্চ) সন্ধ্যায় অনুষ্ঠিত এ পথসভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য ইলিয়াছ মিয়া। আব্দুল কাদিরের পরিচালনায় পথসভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবরু মিয়া, ইউপি সদস্য আব্দুল জলিল বেবী, প্রবীণ মুরুব্বি হাজী জুনাব আলী, পূর্ব গহরপুর দারুস সুন্নাহ মাদরাসার মুহতামিম মাওলানা আসাদুজ্জামান, মাওলানা নাজমুল ইসলাম লিটন, যুবনেতা মিজানুর রহমান মির্জা, সাইফুল ইসলাম লয়লু, চ্যানেল এস’র যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক তাজ উদ্দিন আহমদ প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!