বালাগঞ্জ উপজেলার দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত পালন করা হয়েছে। আজ রোববার (১৭ মার্চ) এ উপলক্ষে অনুষ্ঠিত এসব কর্মসূচির মধ্যে ছিল রচনা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ।
কলেজ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কলেজ গভর্নিং বডির সভাপতি, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফম শামীম। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক খলিলুর রহমান।
শিক্ষক আনোয়ার হোসেন ও রুহুল আমিনের পরিচালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য আতিকুর রহমান, প্রবাসী মোহাম্মদ রফিক মিয়া, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্যাম সুন্দর রায়, সিনিয়র শিক্ষক মাওলানা আতাউর রহমান, রিপন বর্মণ, মাসুদা বেগম, রুহিনা বেগম, সাদিকা বেগম, মফিজুল ইসলাম, শিহাব উদ্দিন, অসিত চন্দ্র দাস, প্রভাষক বাদশা লিটন, ইকবাল হোসেন, সোহেল মাহমুদ প্রমুখ। আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।