শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন



সৈয়দ সুমন মিয়া : ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) দুপুর ১২ টায় জাতীয় পতাকা উত্তোলন এবং সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কটালপুর ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের কার্যালয়ে সভাপতি রাজা সায়মন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে রাজা সায়মন বলেন- ২৬শে মার্চ বাঙালি জাতির জীবনে একটি প্রেরণার দিন, জাগরণের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন, বাংলার অকুতোভয় বীর মুক্তিযোদ্ধারা দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীনতাকে ছিনিয়ে আনেন, এই স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে হলে সাংবাদিক সহ সবাইকে লিখতে হবে, কাজ করতে হবে…।

সাধারন সম্পাদক সৈয়দ সুমনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- সহ সভাপতি সামসুদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক মোঃ মুসা, কোষাধ্যক্ষ সজিবুর রহমান সজিব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইকবাল আহমেদ লিমন, সদস্য- আবু জাফর, মান্নারুল করিম পলাশ খান, শাওন হুসাইন প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!