শনিবার, ৯ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

তিউনিসিয়ায় নৌকা ডুবে নিহত পরিবারের পাশে ফেঞ্চুগঞ্জের ইউএনও



তিউনিসিয়া সংলগ্ন ভূমধ্যসাগরে নৌকা ডুবে নিহত ফেঞ্চুগঞ্জের তিনজনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ফেঞ্চুগঞ্জ ইউএনও। বুধবার সকালে ফেঞ্চুগঞ্জ উপজেলার ইউএনও আয়শা হক শোকার্ত পরিবারকে সান্তনা দিতে উত্তর কুশিয়ারা ইউনিয়নের মহিদপুর গ্রামে যান। পরিবারের সদস্যদের সান্তনা দেওয়ার পাশাপাশি এসময় তিনি পরিবারকে সকল ধরনের আইনি সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন- উপজেলার ৪নং উত্তর কুশিয়ারা ইউপি চেয়ারম্যান আহমদ জিল্লু, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ফেঞ্চুগঞ্জের কর্মকর্তা কামাল হোসেন, উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান হাবিব, কুশিয়ারা ইউনিয়ন পরিষদের সদস্য কুতুব উদ্দিন (৫ নং),উত্তর কুশিয়ারা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য বদরুল আলম প্রমুখ।

উল্লেখ্য, তিউনিসিয়া সংলগ্ন ভূমধ্যসাগরে নৌকা ডুবে নিহত ফেঞ্চুগঞ্জ উপজেলার চার যুবক রয়েছে, যাঁদের মধ্যে তিনজন একই পরিবারের। তাঁরা হলেন ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা ইউনিয়নের মহিদপুর গ্রামের আব্দুল আজিজ, লিটন শিকদার ও আহমদ হোসেন।

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!