নিহত শিশুরা হল- দিনপুর গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে শাকিল (৬) ও সমির মোল্লার মেয়ে সাহারা বেগম (৫)।
জানা যায়, মঙ্গলবার সকালে শাকিল ও সাহারা বাড়ীর পাশে খেলা করছিল। একসময় তারা সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। অনেকক্ষণ তাদের খোঁজাখুঁজি করে পাওয়া না গেলে পুকুরের পানিতে তাদের মরদেহ ভেসে ওঠে। পরে তাদেরকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।