বুধবার, ১৯ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

আব্দুস সালাম চৌধুরী কল্যাণ ট্রাস্টের ঈদ সামগ্রী বিতরণ



 ফেঞ্চুগঞ্জের আব্দুস সালাম চৌধুরী কল্যাণ ট্রাস্টের ঈদ সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে। গত রবিবার (২জুন) ট্রাষ্ট এর চেয়ারম্যান জনাব ইমরান আহমদ চৌধুরী এলাকার ওয়াবদা, কচুয়াবহর, নয়াটিলা ও বেঙ্গাটিলা সহ মির্জাপুর এর ২৫০টি পরিবারের মধ্যে এ ঈদ সামগ্রী বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব সাইফুল্লাহ আল হোসাইন। তিনি এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মরহুম আব্দু সালাম চৌধুরী একজন ভালো মানুষ ছিলেন। তিনি নিরবে অনেক জনহিতৈষী কাজ করে গেছেন। যা কোন দিন তিনি প্রকাশ করেননি। তারই ধারাবাহিতায় উনার সন্তানরা উনার নামে ট্রাস্ট গঠন করে জনসেবা মূলক কাজ করে যাচ্ছন। আমার বিশ্বাস এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এরকম প্রত্যেক সাবলম্বী পরিবার যদি সমাজের কল্যাণে এগিয়ে আসে তাহলে ঈদের খুশি থেকে কেউ বঞ্চিত হবে না।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জহির আলী, কাপ্তান মিয়া, দেওয়ান আব্দুল হান্নান, সাংবাদিক দুলাল আহমদ, হাছান আহমদ চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!