রবিবার, ১০ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

মরহুম তোতা মিয়া কল্যাণ ট্রাস্টের ঈদ সামগ্রী বিতরণ সম্পন্ন



ফেঞ্চুগঞ্জ উপজেলায় মরহুম তোতা মিয়া কল্যাণ ট্রাস্টের ঈদ সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে। ফেঞ্চুগঞ্জ এলাকার গরীব জনগোষ্ঠীর মধ্যে ৩ ও ৪ জুন (সোমবার ও মঙ্গলবার) দুই দিন ব্যাপী এ ঈদ সামগ্রী (পোশাক) বিতরণ করেছেন ট্রাস্ট পরিবারের পরিচালক রাজনীতিবিদ, সমাজ সেবক ডি এম ফয়সাল।

পোশাক নিতে আসা শিশু, কিশোর ও বিধবা নারীরা আনন্দ প্রকাশ করে বলেন- ‍‘ঈদে আমরাও নয়া কাপড় পিন্দিমু’! আল্লাহ্ আপনাদেরকে ভালা রাখুক।’

মরহুম তোতা মিয়া কল্যাণ ট্রাস্টের কর্নধার ডি এম ফয়সাল জানান- ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনে জন্য’ এই কথাগুলো মনে রেখেই সমাজ সেবায় এসেছি। আমি মনে করি অসহায় মানুষের আনন্দই ঈদ আনন্দ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেনো অসহায় মানুষদেরকে সব সময় সহযোগিতা করতে পারি।

মরহুম তোতা মিয়া কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে প্রতি বছর এ উদ্যোগ নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন ট্রাস্ট পরিবারের পরিচালক রাজনীতিবিদ, সমাজ সেবক ডি এম ফয়সাল।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!