দুলাল মিয়া : সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত শ্রমিক লীগ নেতা দিদারুল হাসান শিহাবের শয্যাপাশে ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের প্রতিনিধিবৃন্দ। গত মঙ্গলবার ( ১১ জুন ) সকাল ১০ ঘটিকায় তাঁর শয্যাপাশে থাকাকালে প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক রাজা সায়মন বলেন- ‘শ্রমিকনেতা শিহাব আমাদের গর্ব। বিপদে আপদে তাঁর পাশে থাকা আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য।’ এসময় ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৮ জুন শনিবার সিলেট-মৌলভীবাজার মহাসড়কে দূর্ঘটনার কবলে পড়েন ফেঞ্চুগঞ্জ সারকারখানা সিবিএ এর সাবেক এই নির্বাচিত প্রতিনিধি। আহত অবস্থায় তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর হাতে এবং হাঁটুতে দুটো অস্ত্রোপাচার সম্পন্ন হয়। বর্তমানে তিনি নিজ বাসায় বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধায়নে বিশ্রামে রয়েছেন।