দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এন্ড কলেজে শোক দিবস পালন

বালাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজ গত বৃহস্পতিবার (১৫ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

কলেজ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কলেজ গভর্ণিং বডির সভাপতি আ.ফ.ম শামীম। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন য্ক্তুরাজ্য প্রবাসী মানবাধিকার আইনজীবী, শিক্ষানুরাগী আকলিমা বিবি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জেসমিন বেগম, সিনিয়র শিক্ষক মাওলানা আতাউর রহমান, গৌছ উদ্দিন, কয়েছ আহমদ, ছালেহ আহমদ, বাদশা লিটন, রওশন জাহান, জাকারিয়া টিপু, অসিৎ চন্দ্র দাস, রুহুল আমিন, মাসুদা বেগম, রুহিনা বেগম, সাদেকা বেগম, মোস্তাদি খান, হেলাল আহমদ, শিপন আহমদ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, সাংবাদিক আব্দুল কাদির প্রমুখ।

শেয়ার করুন: