বালাগঞ্জ বাজার বণিক সমিতির কার্যনির্বাহী কমিটির অভিষেক ও সাধারণ সভা অনুষ্ঠিত

বালাগঞ্জ বাজার বণিক সমিতির কার্যনির্বাহী কমিটির সাধারণ সভা গত ১১ সেপ্টেম্বর বুধবার বিকালে পশ্চিম বাজারস্থ মদন মোহন মার্কেটে অনুষ্ঠিত হয়। মোঃ জুনেদ মিয়ার সভাপতিত্বে ও বালাগঞ্জ উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক নয়ন তালুকদার এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোস্তাকুর রহমান মফুর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন – উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুস সাকিব, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান, বণিক সমিতির সাবেক সভাপতি আব্দুল হাফিজ রেনু, বালাগঞ্জ সদর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মুনিম, সাবেক চেয়ারম্যান এম এ মতিন, বিজন কুমার ধর, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সহ-সভাপতি হুসাইন আহমদ, বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাব উদ্দিন শাহীন, প্রেসক্লাবের সদস্য আবুল কাশেম অফিক। স্বাগত বক্তব্য রাখেন বণিক সমিতির সাধারন সম্পাদক কাওছার আহমদ কওছর।

ব্যাবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন – আব্দুল আলী, আমিনুল ইসলাম টিপু, তপন কুমার বনিক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আইনুর আহমদ রুমন, সদস্য প্রদীপ দাস, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তুহিন মনসুর, ব্যাবসায়ী মাহমুদ আলী, রমিজ আলী, নুরুল ইসলাম, শিবুল দাস, হেলাল আহমদ টিপু, লিলু মিয়া, বালাগঞ্জ বাজার বণিক সমিতির সহ-সভাপতি মো: আজাদ মিয়া, মোঃ রকিব আলী, সহ-সাধারণ সম্পাদক দুলু মিয়া, অর্থ পরিকল্পনা সম্পাদক ম.আ.মুহিত, দপ্তর ও প্রকাশনা সম্পাদক মোঃ মনির হোসেন মনি, সদস্য মোঃ রশীদ আলী, মো: আনোয়ার আলী, মো: জয়নাল আবেদীন, বদরুল ইসলাম মাহী, বিপুল রায়, এনামুল হক রাবিদ, কাওছার আহমদ কওছর, ফয়ছল আহমদ, বালাগঞ্জ বাজার বণিক সমিতির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশীদ শীষ, আইয়ুব খান, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জুয়েল আহমদ, সাধারণ সম্পাদক রুবেল আহমদ, সহ সাধারণ সম্পাদক বেলাল আহমদ, বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ আহমদ জয়সহ বালাগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচিত কমিটির সদস্য ও ব্যাবসায়ীরা।

শুরুতে কোরআন তেলাওয়াত করেন বণিক সমিতির সদস্য মাওলানা জয়নাল আবেদীন। গীতা পাঠ করেন বণিক সমিতির সাবেক কোষাধ্যক্ষ বিজন কুমার ধর।

শেয়ার করুন: