রংপুর মেডিকেল কলেজের অর্থ আত্মসাৎ : মহাব্যবস্থাপক গ্রেফতার

রংপুর মেডিকেল কলেজে নিম্নমানের যন্ত্রপাতি সরবরাহ করে ৪ কোটি ৪৮ লাখ ৮৯ হাজার ৩০০ টাকা আত্মসাতের মামলায় বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিকেল কোম্পানির মহাব্যবস্থাপক (জিএম) সৈয়দ কামরুল আহসানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত রোববার (১৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে রাজধানীর তোপখানা রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুদক জনসং‌যোগ কর্মকর্তা প্রণব ভট্টাচার্য এ তথ্য জানান।

এর আগে বিগত সেপ্টেম্বর মাসে রংপুর মেডিকেল কলেজে যন্ত্রপাতি কেনার নামে ৪ কোটি ৪৮ লাখ ৮৯ হাজার ৩০০ টাকা আত্মসাতের অভিযোগে বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিকেল কোম্পানির এর মালিক মো. জাহের উদ্দিন সরকারসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় ( মামলা নং-০৫ , তারিখ: ১২.০৯.২০১৯ ইং)।

এজাহারে বলা হয়, “অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে রংপুর মেডিকেল কলেজে ভারী যন্ত্রপাতি ও সরঞ্জামাদির প্রয়োজন না থাকা সত্ত্বেও প্রতারণা ও জালজালিয়াতির আশ্রয় নিয়ে ব্যবহার অনুপযোগী ও নিম্নমানের যন্ত্রপাতি সরবরাহের মাধ্যমে সরকারের ৪ কোটি ৪৮লাখ ৮৯ হাজার ৩০০ টাকা আত্মসাৎ করেন আসামিরা।”

মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান এ গ্রেফতার অভিযানের নেতৃত্ব দেন।

জাগো নিউজ

শেয়ার করুন: