বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হলেন লোকন মিয়া

বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নবগঠিত পুর্নাঙ্গ কমিটি অনুমোদন প্রদান করা হয়েছে। বুধবার (২০ নভেম্বর) বিকেলে সিলেট জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় যাচাই-বাছাই শেষে উপজেলা আওয়ামী লীগের নবগঠিত এ কমিটির অনুমোদন দেয়া হয়। নবগঠিত উপজেলা কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সিলেট জেলা পরিষদের সদস্য মো. লোকন মিয়া।

নবগঠিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে তাঁকে দায়িত্ব প্রদান করায় জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তাঁরা ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সিলেট জেলা ও বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

শেয়ার করুন: