বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নবগঠিত পুর্নাঙ্গ কমিটি অনুমোদন প্রদান করা হয়েছে। বুধবার (২০ নভেম্বর) বিকেলে সিলেট জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় যাচাই-বাছাই শেষে উপজেলা আওয়ামী লীগের নবগঠিত এ কমিটির অনুমোদন দেয়া হয়। নবগঠিত উপজেলা কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সিলেট জেলা পরিষদের সদস্য মো. লোকন মিয়া।
নবগঠিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে তাঁকে দায়িত্ব প্রদান করায় জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তাঁরা ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সিলেট জেলা ও বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।