রবিবার, ১৫ জুন ২০২৫ খ্রিস্টাব্দ | ১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ফেঞ্চুগঞ্জ প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর প্রিমিয়াম মেলার শুভ উদ্বোধন



ছামি হায়দার : প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ ফেঞ্চুগঞ্জ সাংগঠনিক অফিসের ডিসেম্বর ক্লোজিং উপলক্ষে নতুন বীমা গ্রাহকদের জন্য প্রিমিয়াম মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার এই মেলার উদ্বোধন করা হয়।

ফেঞ্চুগঞ্জ সাংগঠনিক অফিসের ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান কিনেলের সভাপতিত্বে ও এম সাইফুর রহমানের পরিচালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্তিত ছিলেন সিলেট জোন টু অফিসের ই.ভি.পি মো: জয়নাল আবেদিন জামালি।
বিশেষ অথিতি হিসেবে উপস্তিত ছিলেন- সিলেট জোন টু এর ইনচার্জ মো: মাওলানা শামসুল হুদা মাসুক, জে.ই.ভি.পি সিলেট জোন টু এর এস.ভি.পি মাওলানা হিলেন আহমদ।

এছাড়া অনুষ্ঠানে আরো উপস্তিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ সাংগঠনিক অফিসের (আর.সি) মো. শাহিন আহমদ, (ডি.সি) কারী মোঃ মিনহাজ উদ্দীন, (বি.সি) নোমানুর রশিদ, এফ এ আব্দুল্লা হাসান তালহান প্রমুখ। এছাড়াও ফেঞ্চুগঞ্জ সাংগঠনিক অফিসের উন্নয়ন কর্মকর্তারা উপস্তিত ছিলেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!