শিক্ষক ও সাংবাদিক জিয়া খালেদের ইন্তেকাল : দাফন সম্পন্ন

এমরান আহমেদ।। ফেঞ্চুগঞ্জ উপজেলার কচুয়াবহর গ্রামের কৃতি সন্তান, ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিয়াউল ইসলাম চৌধুরী (জিয়া খালেদ) গতকাল শনিবার (১১ জানুয়ারি) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।

জিয়া খালেদ দীর্ঘদিন থেকে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মরহুমের নামাজের জানাজা আজ বিকাল ৪.৩০ মিনিটের সময় কচুয়াবহর শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

এদিকে, শিক্ষক ও সাংবাদিক জিয়া খালেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন – ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রাজা সায়মন, আমেরিকা প্রবাসী কমিউনিটি নেতা জুনেদ চৌধুরী ও ইউপি চেয়ারম্যান লেইছ চৌধুরী।

তাঁহারা জিয়া খালেদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

শেয়ার করুন: