শুক্রবার, ১৩ জুন ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ফেঞ্চুগঞ্জে হিরো চাইল্ড প্রি ক্যাডেট একাডেমির পুরস্কার বিতরণ ও মজম্মিল আলী বৃত্তি প্রদান অনুষ্ঠিত



ছামি হায়দার।। ফেঞ্চুগঞ্জ উপজেলার হিরো চাইল্ড প্রি ক্যাডেট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও হাজী মজম্মিল আলী স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় একাডেমি প্রাঙ্গণে উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। একাডেমির চেয়ারম্যান ডা. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে চ্যানেল এস’র চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী (জেপি) প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, একাডেমির পরিচালক মাহফুজুর রহমান খান জাহাঙ্গীর ও একাডেমির পরিচালক মুহিবুর রহমান ইমরানের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- যুক্তরাজ্য প্রবাসী ও মশাহিদ আলী বালিকা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মনোয়ারা আলী, ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি যুক্তরাজ্যের সাবেক সভাপতি কাজী এএইচ নোমান, ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকার সভাপতি জুনেদ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি যুক্তরাজ্যের সাবেক সাধারণ সম্পাদক ও হাজী মজম্মিল আলী স্মৃতি বৃত্তি প্রদান দাতা কবির আহমদ খলকু, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হাই, ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি যুক্তরাজ্যের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলা উদ্দিন, যুক্তরাষ্ট্র প্রবাসী সুহেল আহমদ, ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কুয়েতের সহ সভাপতি আব্দুল কাদির খান জিলাল ও জালালাবাদ এসোসিয়েশন যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক জিল্লুর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ রবীন্দ্র কুমার নাথ, হিরো চাইল্ড প্রি ক্যাডেট একাডেমির অধ্যক্ষ মাওলানা হারুনুর রশীদ, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম মিফতার, সমাজকর্মী আব্দুল মন্নান, কাজী আব্দুল জলিল, আতিকুর রহমান সুজন, জাহাঙ্গীর হোসেন, আব্দুল মালিক, কবির আহমদ, নজরুল ইসলাম রিন্টু, শিক্ষক আজিজুর রহমান মুক্তা, আলমগীর হোসেন ও রাজিব কান্তি দাস পুলক।

শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন- জুনেদুর রহমান, ছাত্রদের পক্ষে আলবী আহমদ ও ছাত্রীদের পক্ষে শায়লা ইসলাম তিহা।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!