বিডিজবসের আয়োজনে সিলেটে দুই দিনব্যাপী কারিগরি চাকরি মেলার উদ্বোধন রোববার

সৈয়দ মুহিবুর রহমান মিছলু।। দেশি-বিদেশি চাকরি দাতা ৫০টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে সিলেটে ৩০০ শতাধিক কারিগরি কাজে পারদর্শীদের চাকরির সুযোগ করে দিচ্ছে দেশের শীর্ষ ওয়েবসাইট বিডিজবস ডটকম (bdjobs.com)। আগামীকাল রোববার (০৮মার্চ) সকাল ১১টায় সিলেট নগরীর আরামবাগস্থ আমান উল্লাহ কনভেনশন সেন্টারে চাকরির সুযোগ সৃষ্টিকারী এই ওয়েবসাইটের আয়োজনে দুই দিনব্যাপী কারিগরি চাকরি মেলা উদ্বোধন করা হবে।

মেলায় প্রথম দিন রবিবার চাকরি দাতা প্রতিষ্ঠানগুলোর নির্ধারিত পদের জন্যে আবেদন গ্রহণ করা হবে। দ্বিতীয় দিন সোমবার বাছাইকৃত প্রার্থীদেরকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মানব সম্পদ বিভাগের প্রতিনিধিরা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে চাকরি প্রদান করবেন।

দুই দিনব্যাপী চাকরি মেলা উপলক্ষে শনিবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য গুলো জানান বিডিজবস ডটকম এর জ্যেষ্ঠ ব্যবস্থাপক মোহাম্মদ আলী ফিরোজ। তিনি আরো জানান, সংবাদ বিডিজবস ডটকম চাকরি দাতা এবং চাকরি প্রার্থীদের মধ্যে যোগাযোগ তৈরি করতে দীর্ঘ ১৫ বছর থেকে বাংলাদেশের বিভিন্নস্থানে চাকরি মেলা আয়োজন করে আসিতেছে। প্রথমবারের মতো শুধুমাত্র কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থী এবং উক্ত কাজে অভিজ্ঞদের জন্যে এবারের মেলার আয়োজন। সিলেটে কারিগরি প্রতিষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এই ধরনের কাজে অভিজ্ঞ চাকরি প্রার্থীরা মেলায় চাকরি খুঁজে নিতে পারবেন।

উক্ত কারিগরি চাকরি মেলায় সহযোগি হিসেবে রয়েছেন, কেয়ার বাংলাদেশ, সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট, ইউসেপ, সিলেট সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, সিলেট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কারিতাস এবং টনি খান হোটেল ম্যানেজমেন্ট ইন্সটিটিউট।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন – বিডিজবস ডটকমের পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) প্রকাশ রায় চৌধুরী, কেয়ার বাংলাদেশের সুব্রত সাহা, বিডিজসব ডটকম সিলেটের প্রধান সমন্বয়ক মো: সাইফুল ইসলাম এবং প্রোগ্রাম এক্সিকিউটিভ কাজি তরিকুল ইসলাম অভি।

শেয়ার করুন: