বালাগঞ্জ উপজেলার এলজিইডি কণ্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বালাগঞ্জ বাজার বণিক সমিতির অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জুনেদ মিয়ার পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন – সহসভাপতি রজত চন্দ্র দাস ভুলন, মাহমুদ হোসেন মাছুম, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রেদোয়ান, মোঃ আব্দুল মান্নান, মোস্তাক আহমদ চৌধুরী, সদস্য শেখ আমিনুল ইসলাম টিপু, মোঃ নাসির উদ্দিন, মোহাম্মদ বদরুল, ডাঃ মনিষ চক্রবর্ত্তী ও খালেদ আহমদ প্রমুখ।
সভায় অ্যাসোসিয়েশনের কার্যক্রম গতিশীল করার ব্যাপারে সিদ্বান্ত গ্রহণ ও একটি ব্যাংক হিসাব খোলার সিদ্ধান্ত গ্রহন করা হয়।