বালাগঞ্জ বাজার বণিক সমিতির উদ্যোগে সাংবাদিক, ব্যবসায়ী, সুশীল সমাজ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (0৯ মার্চ) বিকালে বালাগঞ্জ বাজারস্থ মদন মোহন মার্কেট প্রাঙ্গণে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মো: জুনেদ মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি কাওছার আহমদ কওছরের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মস্তাকুর রহমান মফুর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন – বালাগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পদক ও , সাবেক সেক্রেটারি এমএ মতিন, বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস্ উদ্দিন সামস্, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আসগর, বালাগঞ্জ বাজার বণিক সমিতির সাবেক আহবায়ক মাওলানা আশিকুর রহমান, সাংবাদিকদের মধ্যে – বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রজত দাস ভুলন, সহসভাপতি হুসাইন আহমদ, সদস্য আবুল কাশেম অফিক, তারেক আহমদসহ বালাগঞ্জ বাজার বণিক সমিতির সদস্যবৃন্দ, বাজারের ব্যবসায়ীবৃন্দ ও এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
সভায় বালাগঞ্জ বাজারের সার্বিক উন্নয়নের স্বার্থে গরুর বাজার স্থাপনসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয় এবং আগামী ১৬ মার্চ থেকে বালাগঞ্জ বাজারে আনুষ্ঠানিক ভাবে গরু ছাগলের হাট শুরু হবে বলে সভায় ঘোষণা করা হয়।