বালাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: কোচিং সেণ্টার ও ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বালাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি কোচিং সেণ্টার ও দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ।

করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সবধরণের কোচিং বন্ধ রাখার নির্দেশ থাকার পরও বালাগঞ্জ বাজারের পুরাতন থানারোডে অবস্থিত একটি কোচিং সেন্টার খোলা থাকায় এই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা ও পশ্চিমবাজারে পেঁয়াজের মুল্য অস্বাভাবিক থাকায় দুটি দোকানে আট হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকালে বালাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, এস আই অপু দাস গুপ্ত, অফিস সহকারী তৈয়বুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন: