সিলেটের ফেঞ্চুগঞ্জে দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। উপজেলার কায়স্তগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের পাশে ছিনতাইয়ের এ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। রবিবার (২২ মার্চ) বেলা ৩ ঘটিকার দিকে ছিনতাইয়ের এ ঘটনার শিকার হয়েছেন বিয়ালী বাজারের ব্যবসায়ী আলী ষ্টোরের মালিক হাসান আলীর কর্মচারী জসিম উদ্দীন।
ছিনতাইয়ের শিকার জসিম উদ্দিনের দেয়া তথ্যমতে, দুই সহযোগীসহ উপজেলার ২নং মাইজগাঁও ইউনিয়নের দশ নম্বর গ্রামের ছালিক মিয়া তার কাছ থেকে নগদ ৩৫ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। ছিনতাই কাজে বাঁধা দিলে তাদের আক্রমণে সে আহত হয়। তবে এক পর্যায়ে তার চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এলে মোটরসাইকেলে ছিনতাইকারী ছালিক মিয়া ও তার সহযোগীরা দ্রুত পালিয়ে যায়।
এদিকে, আলী স্টোরের মালিক হাসান আলী ছিনতাইকারী ছালিক মিয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে ফেঞ্চুগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন বলে জানাগেছে।




