বালাগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনাভাইরাস মোকাবিলায় জরুরী সভা অনুষ্ঠিত

বালাগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনাভাইরাস মোকাবিলায় এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) জরুরী এ সভা বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবুল কালাম, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাকুর রহমান মফুর, উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফজলে ওয়াহিদ, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনহার মিয়া, পূর্ব গৌরিপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, পূর্ব পৈলনপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, দেওয়ান বাজার ইউপি চেয়ারম্যান মোঃ নাজমুল ইসলাম নজম, বালাগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মুনিম, পশ্চিম গৌরিপুর ইউপি (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ মুক্তার মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রীতিভুষন দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জুয়েল আহমদ।

সভায় করোনাভাইরাস মোকাবিলায় আরো কঠোর হওয়া এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

শেয়ার করুন: