বালাগঞ্জে হাজী মোঃ গেদাই মিয়া স্মৃতি পরিষদের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

বালাগঞ্জে মরহুম হাজী মোঃ গেদাই মিয়া স্মৃতি পরিষদের উদ্যোগে প্রবাসী সোহেল আহমদের অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বালাগঞ্জ সদর ইউনিয়নের ১০০টি পরিবারের মধ্যে উপহার হিসেবে এসব খাদ্যসামগ্রী বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়া হয়।

বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল – ১১ কেজি চাল, ২ লিটার সয়াবিন, ২ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১ কেজি মসুর ডাল ও ১ কেজি লবণ।

মরহুম হাজী মোঃ গেদাই মিয়ার ছেলে যুক্তরাজ্যে প্রবাসী সোহেল আহমদের অর্থায়নে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে জানিয়ে তরুণ সমাজকর্মী সাইফুল আহমেদ শেফুল বলেন, ১১০টি পরিবারকে বিতরণের লক্ষ্যে এসব খাদ্যসামগ্রী প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়া হয়েছে।

 

শেয়ার করুন: