বালাগঞ্জে চতুর্থ রমজানের দিন মঙ্গলবার (২৮ এপ্রিল) ৯ জন প্রবাসীকে ইফতার ও খাদ্যসামগ্রী উপহার হিসেবে পাঠিয়েছেন সিলেট-৩ আসনের এমপি শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি।
জানাযায়, বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়ন, বালাগঞ্জ সদর ইউনিয়ন, দেওয়ান বাজার ইউনিয়ন এবং পূর্ব পৈলনপুর ইউনিয়নের কয়েকজন প্রবাসী এমপির কাছে ফোনে তাদের সমস্যার কথা বললে তিনি বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ নাসির উদ্দিনের মাধ্যমে তাদের বাড়িতে উপহার হিসেবে এসব খাদ্যসামগ্রী পাঠান। এসময় উপস্থিত ছিলেন পশ্চিম গৌরিপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খলকু মিয়া।
এব্যপারে উপজেলা আওয়ামী লীগের প্রচারসম্পাদক মোঃ নাসির উদ্দিন বলেন, করোনাভাইরাসের কারনে প্রবাসী যাঁরা সমস্যায় রয়েছে তাদের জন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে যা অব্যাহত থাকবে।