অন্ধ হাফিজ সিরাজুল ইসলামকে প্রবাসী হেলাল মিয়ার অর্থ উপহার

চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে গৃহবন্দী, অসহায় ওসমানীনগর উপজেলার উছমান পুর ইউনিয়নের রঘুপুর গ্রামের অন্ধ হাফিজ সিরাজুল ইসলামকে অর্থ উপহার প্রদান করা হয়েছে। বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের জামালপুর নিবাসী, কুয়েত প্রবাসী মোঃ হেলাল মিয়া তাঁহার ব্যক্তিগত পক্ষ থেকে এ অর্থ উপহার প্রদান করেছেন।

অন্ধ হাফিজ সিরাজুল ইসলাম (বামে) ও কুয়েত প্রবাসী মোঃ হেলাল মিয়া

মঙ্গলবার ( ৫ই মে) দুপুরে প্রবাসী হেলাল মিয়ার পক্ষ থেকে পাঠানো উপহার নগদ ৫ হাজার টাকা অন্ধ হাফিজ সিরাজুল ইসলামের কাছে হস্তান্তর করেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাংবাদিক এসএম হেলাল। এসময় রঘুপুর গ্রামের মুরব্বী আব্দুল ওয়াহাব, সিকন্দর আলী, সুরুজ আলী, প্রবাসী হেলাল মিয়ার ভাগনা জিবু মিয়া, যুব নেতা শাহ্ আজহারুল ইসলাম সামছুল ও শরীফ আহমেদ উপস্থিত ছিলেন।

উপহার হস্তান্তরের সময় সাংবাদিক এস এম হেলালসহ অন্যান্যরা

উপহার গ্রহণের সময় অন্ধ হাফিজ সিরাজুল ইসলাম আর্থিক উপহার প্রদানকারী কুয়েত প্রবাসী হেলাল মিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

শেয়ার করুন: