বালাগঞ্জ ও ওসমানীনগরে কৃষকদের মধ্যে পৃথকভাবে দুটি কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) ও শুক্রবার (৮ মে) যথাক্রমে ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলায় এ পৃথক দুটি কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়।
বালাগঞ্জ উপজেলায় কম্বাইন হারভেস্টার বিতরণকালে উপস্থিত ছিলেন – বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ মোস্তাকুর রহমান মফুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, উপজেলা কৃষিকর্মকর্তা মোঃ সুমন মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ও কৃষক।
অপরদিকে ওসমানীনগর উপজেলায় বিতরণকালে উপস্থিত ছিলেন – উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ময়নুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ তাহমিনা আক্তার, বালাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন ও কৃষক।
এদিকে এ দুটি কম্বাইন হারভেস্টার যন্ত্র দুই উপজেলায় আসায় আগামীতে কৃষকরা এর সুফল ভোগ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বালাগঞ্জ উপজেলা কৃষিকর্মকর্তা মোঃ সুমন মিয়া।