ওসমানীনগর ও বালাগঞ্জে মুক্তিযোদ্ধাদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ

ওসমানীনগর ও বালাগঞ্জে মুক্তিযোদ্ধাদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৫ মে) ওসমানীনগরের তাজপুরে এনআরবি ব্যাংক লিমিটেডের ফাউণ্ডার পরিচালক রবিন পালের উদ্যোগে ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধাদের মধ্যে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান মুক্তিযোদ্ধাদের হাতে এসব উপহারসামগ্রী তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন – সিলেট জেলা আওয়ামী লীগ নেতা কবির উদ্দিন আহমদ, আব্দাল মিয়া, এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, ওসমানীনগর আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, যুগ্ম সাধারণ সম্পাদক অরুনোদয় পাল ঝলক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল জহুর শুকুর, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ, আওয়ামী লীগ নেতা জুবায়ের আহমদ শাহিন, জাহেদ সুমন, ইকবাল হোসেন মস্তান, মামুনুর রশিদ খলকু, চঞ্চল পাল, পাপ্পু বন্নি, সাদেক আহমদ, রাসেল আহমদ ও সুজন মিয়া প্রমুখ।

শেয়ার করুন: