বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নে করোনাভাইরাসজনিত দুর্যোগে কর্মহীন শ্রমজীবী ও অস্বচ্ছল পরিবারের মধ্যে প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা মশিউর রহমান মশনু।
রোববার (১৭ মে) দুপুরে স্থানীয় হাজীপুরস্থ শেখ চাঁনভিলা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – সিলেট জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট জুয়েল আহমদ, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মইনুল ইসলাম সালেহ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শহিদুর রহমান গেদা, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা এম. হোসেন, হারুন রশিদ, দেওয়ান বাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি কয়েসুল আলম কয়েছ, যুবলীগ নেতা সুহেল বারী, শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আজমল হোসেন, ছমিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শুভ লস্কর, দেওয়ান বাজার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফাহাদুল ইসলাম উজ্জল, সমাজকর্মী শামীম আহমদ, নিশানুল করিম প্রমুখ।