মরহুম আরজু মিয়া চৌধুরীর পরিবারের খাদ্যসামগ্রী বিতরণ 

মরহুম আরজু মিয়া চৌধুরীর পরিবারের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) ফতেপুরে তাঁহার নিজ বাড়িতে ১৫০ পরিবারের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন –  মরহুম আরজু মিয়া চৌধুরীর ছেলে সাবেক ইউপি সদস্য আব্দুল কাহের চৌধুরী বাবু, বর্তমান ইউপি সদস্য আব্দুস শহিদ চৌধুরী আমিন, ব্যবসায়ী ও শিক্ষক আব্দুস সামাদ চৌধুরী, তরুণ সমাজকর্মী কালাম চৌধুরীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

এদিকে মরহুমের যুক্তরাজ্য প্রবাসী দুই সন্তান সাবেক ফতেপুর ইউপি সদস্য আব্দুর রশীদ ও আব্দুস শহীদ পাশা এ খাদ্যসামগ্রী বিতরণ নিয়ে আলাপকালে বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবি অসহায় দিনমজুর হতদরিদ্রদের পাশে সমাজের বিত্তশালী যাঁরা এগিয়ে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের পরিবারের পক্ষ থেকে কর্মহীন শ্রমজীবি অসহায় দিনমজুর হতদরিদ্রদের পাশে দাঁড়ানোর এ সামান্য প্রচেষ্টা।

 

শেয়ার করুন: