এসএসসি পরীক্ষায় সাংবাদিক জিল্লুর রহমানের কন্যা সামিয়া জাহানের কৃতিত্বপূর্ণ ফলাফল 

বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, গহরপুর রাইটার্স ক্লাবের সভাপতি ও দৈনিক সিলেটের ডাকসহ বিভিন্ন অনলাইন পত্রিকার বালাগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ জিল্লুর রহমান জিলু এবং প্রয়াত হাসিনা জাহানের একমাত্র মেয়ে সামিয়া জাহান এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সে বিজ্ঞান বিভাগ থেকে এ গ্রেড (জিপিএ ৪.৬৭) পেয়েছে।

মেয়ের এ সাফল্যের জন্য শিক্ষক ও হিতাকাঙ্ক্ষীসহ সবার অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন সাংবাদিক মোঃ জিল্লুর রহমান জিলু। ভবিষ্যতেও মেয়ের জন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।

উল্লেখ্য, দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এণ্ড কলেজের মেধাবী শিক্ষার্থী সামিয়া জাহান এসএসসি পরীক্ষার কিছু দিন আগে হঠৎ বেশ অসুস্থ হয়ে পড়ে। এমতাবস্থায় পরীক্ষায় অংশ গ্রহণ করে সে এ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে।

শেয়ার করুন: