বাংলাদেশ আমেরিকান সোসাইটি অব মুসলিম এইড ফর হিউম্যানিটি (বাসমাহ) ইউএসএ-এর অর্থায়নে বাসমাহ ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ও বাসমাহ ভলাণ্টিয়ার টিম বালাগঞ্জের ব্যবস্থাপনায় বালাগঞ্জে করোনাভাইরাস জনিত কারণে কর্মহীন অস্বচ্ছল দু’শ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (০৩ জুন) সকালে বালাগঞ্জ আলহেরা আইডিয়াল একাডেমী প্রাঙ্গণে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বাসমাহ ভলাণ্টিয়ার টিম বালাগঞ্জের টিম লিডার হুসাইন আহমদ মিসবাহ এর পরিচালনায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আছগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম.এ মতিন, বর্তমান চেয়ারম্যান মো. আব্দুল মুনিম।
আরও উপস্থিত ছিলেন – বাসমাহ ভলাণ্টিয়ার টিম বালাগঞ্জ’র সদস্য সাংবাদিক আবুল কাশেম অফিক, মাওলানা মিসবাহ উদ্দিন মিসলু, গিয়াস উদ্দিন নোমান, আব্দুর রশিদ মেম্বার, আব্দুল মুক্তাদির লায়েক, মাওলানা মনিরুল ইসলাম, কবি মীম হুসাইন, মাওলানা হুসাইন আহমদ আওলাদ, সাংবাদিক জাগির হোসেন জাকির, সাংবাদিক তারেক আহমদ, আব্দুর রহমান শাকিল প্রমুখ।



