সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র কামরান আর নেই

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান আর নেই (ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বদর উদ্দিন আহমদ কামরানের পুত্র আরমান আহমদ শিপলু।

শিপলু জানান, রাত ১১ টায় বাবার মস্তিষ্কে রক্তক্ষরণ হয় এবং সোমবার (১৫ জুন) রাত ২টা ৩০মিনিটের দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন।

শেয়ার করুন: