কামরানের মৃত্যুতে সিলেট জেলা পরিষদ সদস্য লোকন মিয়ার শোক প্রকাশ

আওয়ামী লীগ কার্য‌নির্বাহী পরিষদের সদস্য, সিলেট সিটি কর্পোরেশনের বারবার নির্বাচিত সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে সিলেট জেলা পরিষদের সদস্য ও বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ লোকন মিয়া গভীর শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি বদর উদ্দিন আহমদ কামরানের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, বদর উদ্দিন আহমদ কামরান ঢাকায় সিএম হাসপাতালে চি‌কিৎসাধীন অবস্থায় সোমবার (১৫ জুন) ভোর ৩টার দিকে ইন্তেকাল করে‌ন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। স্ত্রী, ২ পুত্র ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন এবং গুনগ্রাহী তিনি রেখে গেছেন।

শেয়ার করুন: