করোনাভাইরাস আপডেট

২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ৩২৪৩ : মৃত্যু ৪৫, সুস্থ ২৭৮১

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩ হাজার ২৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় মারা গেছেন ৪৫ জন।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ শুক্রবার এই তথ্য জানানো হয়।

এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৫ হাজার ৫৩৫ জনের। সব মিলিয়ে মারা গেছেন ১ হাজার ৩৮৮ জন।

আজকের ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭৮১ জন। সব মিলে সুস্থ হয়েছেন ৪২ হাজার ৯৪৫ জন।

ব্রিফিংয়ের তথ্যমতে, ১৫ হাজার ৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে গত ২৪ ঘণ্টায়।

এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৫ লাখ ৮২ হাজার ৫৪৮টি নমুনা। দেশে ৫৯টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হয়েছে।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ ২০২০।

শেয়ার করুন: