ওসমানীনগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

করোনায় আক্রান্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট রানা দাশ গুপ্ত ও সিলেট -২ আসনের এমপি মোকাব্বির খাঁনসহ বিশ্বের সকল মানব জাতির করোনাভাইরাস থেকে মুক্তির জন্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার তাজপুর হরিপুর শিব মন্দিরে গত শনিবার (২০ জুন) এ বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এতে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, মহিলা পরিষদ ও ছাত্রযুব ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ওসমানীনগর হিন্দু বৌদ্ব খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সত্যেন্দ্র কুমার দেব এর সভাপতিত্বে শুরুতে গীতা পাঠ করেন মহিলা ঐক্য পরিষদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দিপা দাস। সমবেত প্রার্থনা শেষে ওসমানী নগর ছাত্রযুব ঐক্য পরিষদের সভাপতি পাপ্পু বর্নির সঞ্চালনায় অন্যানের মধ্যে আলোচনা প্রার্থনা সভায় বক্তব্য রাখেন – ওসমানীনগর উপজেলা ঐক্য পরিষদের সাধারন সম্পাদক চয়ন পাল,যুগ্ম সম্পাদক অশোক দেব,সাংগঠনিক সম্পাদক সুব্রত দেব,প্রচার সম্পাদক রিপন নাগ,দপ্তর সম্পাদক পান্না দেব,সমাজ সেবা সুজিত দেব, ঐক্য পরিষদের মহিলা সম্পাদিকা সীমা কর,মহিলা ঐক্য পরিষদের সাধারন সম্পাদক জ্যোতিকা চৌধুরী,যুগ্ম সম্পাদক উমা, পাল ছাত্র-যুব ঐক্য পরিষদ ওসমানীনগর উপজেলা শাখার সহসভাপতি রুপক দেব, তাজপুর ইউপি শাখার সহসভাপতি অজিত দেব, সদস্য টুলটুল দেব ও প্রিয়া দেব প্রমুখ।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন – ওসমানীনগর থানা পুলিশের উপ পরিদর্শক সুজিত চক্রবর্তী, নিখিল সরকার, সুবিনয় বৈদ্য, বিশিষ্ট ব্যবসায়ী রবীন্দ্র পাল, বিশিষ্ট সসমাজ সেবক বিধু ভুষন ধর, দশহাল হাজী ইদ্রিস আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষানুরাগী সুকান্ত কুমার দাশ, কেন্দ্রীয় সহকারী শিক্ষক সমিতির (প্রাথমিক) সাধারণ সম্পাদক অজিত পাল, এনজিও কর্মকর্তা নিতাই চন্দ্র বর্মন, প্রধান শিক্ষক সুবোদ দেবনাথ, ঐক্য পরিষদ নেতা বিপ্লব গোস্বামী, শংকর সেন, মলয় দেব, জীবন বনিক, তাপস দেব প্রমুখ।

শেয়ার করুন: