বালাগঞ্জে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত

নিহত কনু মিয়া

বালাগঞ্জে প্রতিপক্ষের হামলার ঘটনায় কনু মিয়া (৩৮) নামের এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত কনু মিয়া উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের নশিওর পুর গ্রামের আরজু মিয়ার পুত্র।

জানাগেছে, গরু চরানোকে কেন্দ্র করে গ্রামের আব্দুল কাদিরের ছেলে ওয়াহিদ আলী ও তার পক্ষের লোকজন বুধবার (২৪জুন) সকাল ১১টার দিকে কনু মিয়ার উপর হামলা চালায়। এতে কনু মিয়ার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। এসময় প্রতিবেশী লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় ভর্তি করা হয় । বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে চিকিৎসাধীন অবস্থায় কনু মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ক্ষুব্ধ প্রতিক্রয়া ব্যক্ত করে অবিলম্বে হত্যাকারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে।

এদিকে খবর পেয়ে বালাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আলাপকালে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান বলেন, লাশ ময়নাতদন্তে রয়েছে এবং নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। পুলিশ তৎপর রয়েছে। কনু মিয়ার হত্যার সাথে জড়িত কেউ রক্ষা পাবে না।

শেয়ার করুন: