ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের মেম্বার হেলাল মিয়া লেবার দূর্নীতি করে হাতিয়ে নিচ্ছেন সরকারের লক্ষ লক্ষ টাকা।জানা গেছে আনুমানিক ৩মাস পূর্বে সরকারের নিয়মানুসারে কর্মসৃজনের একটি প্রকল্প হেলাল মেম্বারের হাতে আসে কিন্তু ঐরাস্তায় মহামারী করোনাভাইরাসের কারণে কোন ধরনের কাজ হয় নাই অথচ ২০ জুলাই ২০২০ ইংরেজী তারিখে ব্যাংক থেকে টাকা উত্তোলন করেছে ২৯ জন ভুয়া লেবার দেখিয়ে হেলাল মেম্বার।
শুধু তাই নয় যারা ব্যাংক থেকে টাকা উত্তোলন করছে তারা নিজেই জানে না যে তারা কিসের টাকা উত্তোলন করছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে টাকা উত্তোলনকারী লোকেরা আট হাজার টাকা জন প্রতি উত্তোলন করে। সাংবাদিকরা তাদেরকে প্রশ্ন করে যে আপনারা যে টাকা ব্যাংক থেকে উত্তোলন করছেন তা কিসের টাকা? তারা কেহ বলে এই টাকা মেম্বারের! আবার অন্যজন বলে এই টাকা আমাদের! কিন্তু তাদেরকে কাজের কথা জিজ্ঞেস করলে তারা বলে আমরা জানি না! আমরা কোন কাজ করি নাই! কেহ বলে আমি আমার কাজের টাকা নিতেছি! কোথায় কাজ করেছেন জিজ্ঞাসা করিলে উত্তরে থেমে যান! কেহ উত্তর দিতে রাজি নন। ছাড় পড়েনি একজন বৃদ্ধ অন্ধ প্রতিবন্ধী লোকের যিনি নিজেই চলাফেরা করতে পারেন না।
হেলাল মেম্বারের কাছ থেকে বিষয়টি জানতে চাইলে তিনি সাংবাদিকদের উপরে ক্ষেপে গিয়ে অশালীন কতাবার্তা বলেন। এবিষয়ে পিআই অফিসে মোবাইল ফোনে কল করলে তিনি কল রিসিভ না করে কেটে দেন।