বালাগঞ্জ উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সিলেটের বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান আনহার মিয়া কিছু দিন যাবৎ সিলেটের একটি বেসরকারি হাসপাতালে অসুস্থতাজনিত কারণে ভর্তি রয়েছেন। তাঁর সুস্থতা কামনা করে বুধবার (৫ অগাষ্ট) বাদ জোহর বালাগঞ্জ উপজেলা মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন – বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. মোস্তাকুর রহমান মফুর, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজিজুর রহমান লকুছ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু বক্কর সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বালাগঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যান এম.এ মতিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বালাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি জুনেদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদন রফিকুল আলম, উপজেলা আওয়ামী লীগের সদস্য আইনুর আহমদ রুমন, সেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক মিয়া, সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও কুশিয়ারা কূলের প্রকাশক হুসাইন আহমদ, সরকারি চাকুরীজীবী ও মুসল্লিগণ, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি জুয়েল আহমদ, সেচ্ছাসেবকলীগের অর্থ সম্পাদক শুকুর আলী, উপজেলা ছাত্রলীগ নেতা ইফতেখার রাকিব, ছাত্রলীগ নেতা আক্তারুজ্জামান শুভন আহমেদ সুমন, তারিকুল ইসলাম রনি, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামারুল ইসলাম, কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ আহমদ জয়, সাংবাদিক জাগির হোসেন (জাকির), ছাত্রলীগ নেতা আবুল খায়ের আল বারাকাত (রনি), পিপলু আহমদ প্রমুখ।

শেয়ার করুন: