রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

বালাগঞ্জে মানব কল্যাণ পরিষদের উদ্যোগে সংবর্ধনা প্রদান



বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মানব কল্যাণ পরিষদের উদ্যোগে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় মোরারবাজারে যুক্তরাজ্যস্থ লুটন আওয়ামী লীগের সহসভাপতি মো. আজমল আলী খাঁন এবং দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজ গভর্র্ণিং বডির সদস্য মো. আতিকুর রহমানের সম্মানে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানব কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা শিহাব উদ্দিন খান।

মানব কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল আজিজ রাসেল ও সহ সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ রিপনের পরিচালনায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ময়নুল ইসলাম সালেহ, বালাগঞ্জ উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক হাজী সায়েস্তা মিয়া, দেওয়ান বাজার ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তুরণ মিয়া, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, যুগ্ম সাধারণ সম্পাদক এমএ কাদির, সমাজকর্মী মো. রেনু মিয়া, মোস্তাফিজুর রহমান, বদরুল ইসলাম, ফুজায়েল আহমদ প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!