গত ১১ অক্টোবর রাতে সিলেটে পুলিশী নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যার সাথে জড়িত এসআই আকরবসহ সকল অপরাধীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বালাগঞ্জে স্মারকলিপি প্রদান করা হয়েছে। খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলার শাখার পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার (০৯ নভেম্বর) স্মারকলিপি হস্তান্তরকালে উপস্থিত ছিলেন – বালাগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা হুসাইন আহমদ মিসবাহ, উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আবুল কাশেম অফিক, সহ সাধারণ সম্পাদক মাওলানা মিসবাহ উদ্দিন মিছলু, মাওলানা গিয়াস উদ্দিন নোমান, অর্থ সম্পাদক আবু শাহাজান, পূর্ব পৈলনপুর ইউনিয়ন শাখার সভাপতি হাফিজ মাওলানা রেজাউল হক, বালাগঞ্জ ইউনিয়ন শাখার দায়িত্বশীল আবুল কালাম, শ্রমিক মজলিস বালাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এমরান আহমদ, সাংবাদিক জাগির হোসেন প্রমুখ।
উল্লেখ্য, গত ১১ অক্টোবর রাতে রায়হান আহমদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে তুলে নিয়ে নির্যাতন করা হয়। পরদিন সকালেই রায়হান মারা যান। এ ঘটনায় তার স্ত্রী বাদি হয়ে মামলা করলে এসএমপির একটি অনুসন্ধান কমিটি তদন্ত করে সত্যতা পায়। ১২ অক্টোবর ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে থাকা এসআই আকবর হোসেনসহ চারজনকে সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়। ১৩ অক্টোবর আকবর পুলিশি হেফাজত থেকে পালিয়ে যায়। অবশ্য গা-ঢাকা দেয়ার ২৬দিন পর আজ সোমবার (০৯ নভেম্বর) ‘খাসিয়া জনতা’র হাতে এসআই আকবর আটক হয়েছে।



