সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমিনের জানাজা সম্পন্ন হয়েছে।
আজ শনিবার (২৬ ডিসেম্বর) বেলা ২ঘটিকার সময় ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়ার ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় অংশ নেন- সিলেট ৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যাম আলহাজ্ব নুরুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যাম সাইফুল্লাহ্ আল হোসাইন, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মোরাদ, সিলেট জেলা পরিষদে সদস্য আব্দুল আউয়াল কয়েস, ফেঞ্চুগঞ্জ উপজেলার ইউ.পি চেয়ারম্যান আবুল লেইছ চৌধুরী, কাজী মোঃ বদরুদ্দুজা, সুফিয়ান আহমদ চৌধুরী, এমরান উদ্দিনসহ রাজনীতিবিদ, সাংবাদিক, মেম্বার ও এলাকার বিপুল সংখ্যক জনগণ।
জানাজা শেষে মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমিনে জন্য বিশেষ মোনাজাত করা হয়।