আহাদ আম্বিয়া খোকন : সিলেট বিভাগের ঐতিহ্য বাহী সংগঠন জালালাবাদ এসোসিয়েশন কুয়েতে আহবায়ক কমিটির জরুরী সভা গতকাল শুক্রবার রাতে কুয়েত সিটির অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
অর্থনীতিবিদ ও জালালাবাদ এসোসিয়েশন কুয়েতের আহবায়ক ইজাজুর রহমান জুনেল এর সভাপতিত্বে কুয়েত কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জালালাবাদ এসোসিয়েশন কুয়েত আহবায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব জাহিদুল হক জাহিদ এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কুয়েত জাতীয় পার্টির সভাপতি হাজী মাহমুদ আলী, জাতীয়বাদী দল বিএনপি কুয়েতের সাবেক সদস্য সচিব ও জালালাবাদ এসোসিয়েশন কুয়েতের যুগ্ন সদস্য সচিব আলহাজ্ব শওকত আলী, কুয়েত জাতীয়তাবাদী দল বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশিম এনাম, বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আশরাফ আলী ফেরদৌস, আল ইসলাহ কুয়েত কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কবি আব্দুল মালিক ও কুয়েত কেন্দ্রীয় আওয়ামী লীগের সহ-সভাপতি ও জালালাবাদ এসোসিয়েশন কুয়েতের সদস্য সচিব মুরাদুল হক চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কুয়েত প্রবাসী- সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এছাড়া কুয়েতের সাতাশটি সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কুয়েতে অবস্থানরত বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে আগামী দুই বছরের জন্য কুয়েতের উচ্চপদস্থ কর্মকর্তা অর্থনীতিবিদ ও জালালাবাদ এসোসিয়েশন কুয়েতের আহবায়ক ইজাজুর রহমান জুনেল সভাপতি ও সিনিয়র-সহ সভাপতি আবুল হাশিম এনাম, সাধারন সম্পাদক আলহাজ্ব শওকত আলী ও মুরাদুল হক চৌধুরীকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ কুয়েতে অবস্থানরত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে খুব শীগ্রই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে সবাই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।