মােগলাবাজারে মােহাম্মদ কাপ্তান হােসেন সমাজ কল্যাণ ট্রাষ্টের ১২০০ কম্বল বিতরণ

আহাদ আম্বিয়া খোকন : দক্ষিণ সুরমা উপজেলার মােগলাবাজার ইউনিয়নের কৃতি সন্তান, জালালাবাদ অ্যাসােসিয়েশন সৌদি আরবের সভাপতি, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, শিল্পপতি ও দানশীল ব্যক্তিত্ব আলহাজ্ব কাপ্তান হােসেনের অর্থায়নে পরিচালিত মােহাম্মদ কাপ্তান হােসেন সমাজ কল্যাণ ট্রাষ্টের পক্ষ থেকে গত তিনদিন ধরে নিজ এলাকায় মোগলাবাজার বাজার ইউনিয়ন ও দাউদপুর ইউনিয়নে দরিদ্র অসহায় কর্মহীন মানুষের মধ্যে প্রায় ১২০০ কম্বল বিতরণ করে আসছেন।

জানা যায়- শুধু নিজ এলাকায় নয় দক্ষিণ সুরমা উপজেলা বিভিন্ন স্থানে অসহায় মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেন।

সৌদি আরব প্রবাসী কাপ্তান হোসেন নিজ এলাকায় ছাড়াও সিলেট বিভিন্ন উপজেলায় মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন।

সৌদি আরব প্রবাসী বাঙালিদের বিপদাপদে সবার আগে ছুটে যান আলহাজ্ব কাপ্তান হোসেন। সৌদি প্রবাসী বাঙালি কমিউনিটির মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও দানভীর ব্যক্তি হলেন আলহাজ্ব কাপ্তান হোসেন।

করোনার এঈ মহামারী সময় নিজ উদ্যোগে নিজ এলাকায় মানুষের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। এলাকার দরিদ্র, বিবাহ অনুষ্ঠান সহ বাড়ি ঘর নির্মাণে সহযোগিতা করে যাচ্ছেন প্রতিনিয়ত।

শেয়ার করুন: