এনআরবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন জামিল ইকবাল

এনআরবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন মোঃ জামিল ইকবাল। রবিবার (১৭ জানুয়ারি) এন আর বি ব্যাংকের ১১ তম বোর্ড মিটিং এ পরিচালনা কমিটি পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ জামিল ইকবাল নির্বাচিত হন।একই সাথে জামিল ইকবালকে অডিট কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে ও নির্বাচিত করা হয়।

উল্লেখ, মোঃ জামিল ইকবাল এন আর বি ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক এবং রিস্ক কমিটির ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি বাংলাদেশের অন্যতম কন্সট্রাকশন প্রতিষ্ঠান জামিল ইকবাল লিমিটেড এর চেয়ারম্যান। ইতোমধ্যে তিনি সিলেট বিভাগের সাত বারের সর্বোচ্চ করদাতা সম্মাননায় ভূষিত হয়েছেন।

মোঃ জামিল ইকবাল সিলেট শহরের শিবগঞ্জ, বোরহানবাগের সম্ভ্রান্ত ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁহার পৈতৃক নিবাস বিয়ানীবাজারের আকাখাজনা (বড়বাড়ি)।

শেয়ার করুন: