দক্ষিণ সুরমা উপজেলার সমাজ কল্যাণমূলক সংগঠন তরিকুন নেছা ফাউণ্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের রেঙ্গা হাজিগঞ্জ বাজারস্থ কিংডম পার্টি সেণ্টারে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মোগলাবাজার থানার অফিসার ইন-চার্জ মো. সামসুদ্দোহা (পিপিএম), মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ মো. ইমাদ উদ্দিন নাসিরী, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক সোহেল।
তরিকুন নেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী সুহেল আলী অর্থায়নে এবং যুক্তরাজ্য প্রবাসী ফারহানা ইলিয়াস, ফাতেহা ইলিয়াস, ইমরান ইলিয়াস, ফরহাদ ইলিয়াস, সারিক আলী এবং সাদিক আলীর সার্বিক সহযোগিতায় এ ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়।
রাজু আহমদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন তরিকুন নেছা ফাউন্ডেশনের বাংলাদেশ টিমের সদস্য মতিউর রহমান, ডা. রিয়াজ আহমদ শুভ, জুবেল মিয়া, কবির আহমদ প্রমুখ।