অ্যাস্ট্রাজেনেকার টিকায় রক্ত জমাট বাঁধার প্রমাণ নেই: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে রক্তে জমাট বাঁধার আশঙ্কায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের প্রয়োগ সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনে সমস্যার কোনও প্রমাণ নেই। খবর বিবিসির।

এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, এটি একটি চমৎকার টিকা এবং এটি রক্ত জমাট বাধঁতে সহায়তা করে, এমন কোন প্রমাণ পাওয়া যায়নি।

ভ্যাকসিন নেওয়ার পর রক্তে জমাট বাঁধার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, সাধারণভাবে মানুষের মধ্যে রক্তে জমাট বাঁধার চেয়ে ভ্যাকসিন নেওয়ার পর এমন ঘটনার সংখ্যা বেশি না।

অ্যাস্ট্রাজেনেকা বলছে, ইউরোপ ও যুক্তরাজ্যে ১ কোটি ৭০ লাখের বেশি এক ডোজ ভ্যাকসিন নিয়েছেন। তবে গত সপ্তাহে ৪০ জনের মতো রক্তে জমাট বাঁধার ঘটনা ঘটেছে।

শেয়ার করুন: