‘আপনাদের পাশে ছিলাম আগামীতেও থাকতে চাই’

বালাগঞ্জের পশ্চিম গৌরীপুরে হাবিবুর রহমান হাবিবের মতবিনিময় ও উঠান বৈঠক

সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের
চিত্র তুলে ধরে বলেছেন, বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। বালাগঞ্জও পিছিয়ে থাকবে না। সাধারণ মানুষের সেবক হয়ে, জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে দীর্ঘদিন ধরে আপনাদের পাশে ছিলাম, আজও আছি, আমার জন্য দু’আ করবেন আগামীতেও থাকবো ইনশাআল্লাহ।তিনি বুধবার (২৮এপ্রিল) রাতে বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের বিভিন্নস্থানে মতবিনিময় শেষে স্থানীয় হরিশ্যাম গ্রামে ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো. বুরহান উদ্দিনের বাড়ীতে আয়োজিত উঠান বৈঠক উপরোক্ত কথাগুলো বলেন।৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জাহির আলীর সভাপতিত্বে এবং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জুয়েল আহমদের পরিচালনায় উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন – বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বালাগঞ্জ বণিক সমিতির সভাপতি মো. জুনেদ মিয়া, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন নুরু, কামাল বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার আলী, সিনিয়র সহসভাপতি মাসুক আহমদ, ইলিয়াস আলী, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. শিরমান উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হুসাইন আহমদ, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসমাইল আলী, আওয়ামী লীগ নেতা
আনহারুজ্জামান শাহীন, ডা. মহিবুল হক শাহিন, জেলা তাতী লীগের যুগ্ম-আহবায়ক বদরুল আলম তুহিন, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর
রহমান সানী, বালাগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো. বুরহান উদ্দিন, কামাল বাজার ইউনিয়ন যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, পশ্চিম গেীরীপুর ইউনিয়ন যুবলীগ নেতা ঝলক কান্তি দাস, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. জুনেদ মিয়া,ছাত্রলীগ নেতা রনক আহমদ, সেলিম মিয়া, বুদু মিয়া, আব্দুল হামিদ প্রমুখ।এর আগে হাবিবুর রহমান হাবিব আজিজপুর বাজারস্থ মেহেরজান বিবি মসজিদে তারাবি নামাজ আদায় করে স্থানীয় লোকদের সাথে কুশল বিনিময় করেন এবং পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আমিরুল ইসলাম মধু এর বাড়ীতে মতবিনিময় সভায় মিলিত হন। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আমিরুল ইসলাম মধুর সভাপতিত্বে আয়োজিত এ সভায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: