সিলেট-৩ আসনের উপনির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী

সিলেট-৩ আসনের আসন্ন উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী। তিনি রোববার (১৩জুন) বিকালে সিলেট জেলা নির্বাচন অফিসার (উপ-সচিব) ফয়সাল কাদেরের কাছ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় সিলেট-৩ আসনের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ তার সাথে ছিলেন।

এ ব্যাপারে আলাপকালে ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী সাংবাদিকদের জানান, সিলেট-৩ আসনকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে আসন্ন উপনির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করতে চাই। তিনি তার নির্বাচনী এলাকার সর্বস্তরের জনসাধারণের দোয়া এবং সহযোগিতা কামনা করেছেন।

শেয়ার করুন: